কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত চায় এইচআরডব্লিউ
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করা উচিত। তাঁর মামলার স্বাধীন রিভিউ (পুনর্বিবেচনা) করা হয়নি।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এইচআরডব্লিউ এ দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘গুরুতর ত্রুটিপূর্ণ বিচার সত্ত্বেও ৬ এপ্রিল, ২০১৫ তারিখে মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন বাংলাদেশের সুপ্রিম কোর্টে খারিজ হওয়ার মধ্য দিয়ে তাঁর মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকর করার পথ প্রশস্ত হলো।’
এইচআরডব্লিউ বলেছে, ‘রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হওয়ার পর তিনি (কামারুজ্জামান) ২০১৫ সালের ৫ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তাঁর মৃত্যুদণ্ডের রায়ের স্বাধীন রিভিউ চেয়ে আবেদন করেন। সারবত্তার (মেরিট) ভিত্তিতে তাঁর আবেদনের শুনানি না করে দেশটির সর্বোচ্চ আদালত সংক্ষিপ্ত আদেশে আবেদন খারিজ করেন এবং মৃত্যুদণ্ড বহাল রাখেন।’
এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘বাংলাদেশ সরকারের উচিত মৃত্যুদণ্ডের বিধান স্থগিত করা। আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে মৃত্যুদণ্ড অসংগতিপূর্ণ।’
অ্যাডামস বলেন, ‘মৃত্যুদণ্ড অপরিবর্তনীয় ও নিষ্ঠুর শাস্তি। এটা আরো খারাপ হয় যখন বিচারব্যবস্থা এ ধরনের শাস্তি পুরোপুরি পুনর্বিবেচনা করতে ব্যর্থ হয়।’ তিনি বলেন, ‘নিরপেক্ষ বিচারিক রিভিউয়ের জন্য প্রয়োজনীয় ন্যায়বিচার লঙ্ঘনের ক্রমাগত ও বিশ্বাসযোগ্য অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে।’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান দোষী সাব্যস্ত হয়েছেন।
গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে তাঁর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন।
এর আগে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত বছরের ৩ নভেম্বর তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। চলতি বছর গত ১৮ ফেব্রুয়ারি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর পর ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছায়। ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের পক্ষে রিভিউ আবেদন করা হয়।