বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারে এইচআরডব্লিউর উদ্বেগ
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সহিংসতার প্রতিটি ঘটনা ও পারস্পরিক অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলেও এক বিবৃতিতে জানায় আন্তর্জাতিক সংস্থাটি।
এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গেল ২৮ অক্টোবর বিএনপির পূর্বপরিকল্পিত সমাবেশের পর থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও সহিংসতায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ ১৩ জন সাক্ষীর সাক্ষাৎকার, ভিডিও ও পুলিশের প্রতিবেদনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছে।