স্বাভাবিক নির্বাচনী প্রচারণার সুযোগ চায় বিএনপি
সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আসাদুজ্জামান রিপন।
আজ শনিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো নির্বাচনী লড়াইকে ভয় পায় না। সব স্থানীয় সরকারের নির্বাচনে আমরা ব্যাপক সাফল্য অর্জন করেছি। এ ছাড়া সিটি করপোরেশন নির্বাচনে আমরা জয়লাভ করেছি।’
এ সময় সরকারের বিরুদ্ধে উপজেলা নির্বাচনগুলোতে কারচুপির অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন হবে প্রতিযোগিতাপূর্ণ, অংশগ্রহণমূলক, ভয়-ভীতির ঊর্ধ্বে উৎসবমুখর পরিবেশে। কিন্তু সরকার এ বিষয়গুলোকে ভয় পায়। ভোটাররা একটি উৎসবমুখর পরিবেশে ভোট দিক, এ বিষয়গুলো তারা এড়িয়ে যেতে চায়।’
বিভিন্ন মামলায় আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের জামিনের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান আসাদুজ্জামান। তিনি অভিযোগ করেন, ‘আমাদের দলের প্রার্থীদের স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। মির্জা আব্বাসকে সব মামলায় নির্বাচনের সময় পর্যন্ত জামিন দেওয়া হোক, যাতে তিনি স্বাভাবিকভাবে একজন ভোটারের কাছে ভোটের জন্য যেতে পারেন। এটা একজন প্রার্থীর অধিকার।’
এ সময় প্রতিহিংসার রাজনীতি থেকে সরকারকে বেরিয়ে আসারও আহ্বান জানান বিএনপির এই নেতা।