ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন রায় কার্যকরের সঙ্গে জড়িত কর্মকর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সম্পন্ন হয়েছে কামারুজ্জামানের স্বাস্থ্য পরীক্ষা। নামাজ পড়া শেষে তাঁকে তওবা পড়ানো হয়েছে।
অন্যদিকে প্রস্তুত ফাঁসির মঞ্চ। এর পাশেই রাখা রয়েছে লাশ বহন করে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স।
সবশেষ আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে কারাগারে প্রবেশ করেন ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া। এর আগে রাত ৭টা ৫০ মিনিটে কারাগারে প্রবেশ করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার প্রধান কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ। এর ৫ মিনিট আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন সহকারী সিভিল সার্জন ডা. আহসান হাবিব।
এছাড়া আইজি প্রিজন ইফতেখার আহমেদ, ডিআইজি প্রিজন গোলাম হায়দার, সিনিয়র জেল সুপার ফরমান আলী ও অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ফজলুল কবিরও কারাগারে প্রবেশ করেছেন। সেখানে তাঁরা ফাঁসির মঞ্চসহ অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম পরিদর্শন করেছেন।
আজ রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে জানা গেছে। সেভাবেই সব প্রস্তুতি নিয়েছে কারা কর্তৃপক্ষ।
কারাগার এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ভেতরে রয়েছেন ছয় জল্লাদ। গতকালই নেওয়া হয়েছে শামিয়ানা টাঙানোর কাপড় ও বাঁশ। এর আগে গত সোমবারই কারাগারে নেওয়া হয় কফিন ও কাফনের কাপড়।