মূল্যায়নের জন্য এক বছর যথেষ্ট নয় : আ জ ম নাছির
নগরপিতা হিসেবে এক বছর পূর্ণ করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বিগত এক বছরে নিজের সফলতা সম্পর্কে বলতে গিয়ে বিলবোর্ড মুক্ত,পরিচ্ছন্ন নগরী ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা উল্লেখ করেন মেয়র।
আজ সোমবার সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সিটি মেয়রের বর্ষপূর্তি উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দীন।
তবে সিটি করপোরেশনের জন্য এক বছরে মূল্যায়ন যথেষ্ট নয় উল্লেখ করে সিটি মেয়র বলেন, ‘নির্বাচনি ইশতেহারে যে স্বপ্ন দেখিয়েছি আগামী চার বছরের মধ্যে তা পালন করে বিশ্বমানের নগরীতে চট্টগ্রামকে পরিণত করব।’
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম,প্যানেল মেয়র নেছার আহমদ, হাসান মাহামুদ হাসনী, জোযাইদা নার্গিস খানসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় গত এক বছরে নগরীর উন্নয়ন, সাফল্যের নানা চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।