জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে এনএসইউ!
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
আজ রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন উপাচার্য। ‘নর্থ সাউথের বুকে বাংলাদেশ’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে উপাচার্য আতিকুল ইসলাম বলেন, ‘দেশ যখন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন করছে, তখন বিশ্ব জঙ্গিবাদ ও তাদের এ দেশীয় দোসররা ষড়যন্ত্র শুরু করেছে।’ তিনি আরো বলেন, ‘জঙ্গিবাদ দমনে সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সহযোগিতার পাশাপাশি যা যা করা সম্ভব, তারা তা করবে। নর্থ সাউথের বুকে বাংলাদেশ ছিল, থাকবে।’
উপাচার্য বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশে সদা সচেতন। উল্লেখযোগ্য দিবস যেমন বিজয় দিবস, পহেলা বৈশাখ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ বিভিন্ন পালা-পার্বণে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে যার প্রতিফলন ঘটে। একজন শিক্ষক হিসেবে আমি খুব গর্ববোধ করি যখন দেখি এ প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশি চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হয়। আমার শিক্ষার্থীদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ দেখে আমি আজকে আনন্দিত ও গর্বিত।’
বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পতাকার অবয়বকে এক হাজার শিক্ষার্থী নিজেদের শরীরে ধারণ করে লাল সবুজের এক মহাসমারোহ ঘটায় বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ২২টি ক্লাবের সদস্যসহ মোট পাঁচ হাজার শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করে। এ ছাড়া নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে।