খালেদা জিয়ার গাড়িবহরে আবার হামলা
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারের সময় খালেদা জিয়ার গাড়িবহরে আবার হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ফকিরেরপুল বাজারে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী গণসংযোগের সময় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির চেয়ারপারসনের গাড়িবহর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে দিয়ে গিয়ে ফকিরাপুল বাজারের সামনে গিয়ে দাঁড়ায়। তখনই দুর্বৃত্তরা গাড়িবহর লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে। এতে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনরা ঘটে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে পুলিশের সামনেই হামলা চালানো হয় খালেদা জিয়ার গাড়িবহরে। এ সময় বহরের সাত-আটটি গাড়িসহ আশপাশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। কয়েকজন আহত হন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ অভিযোগ করে বলেন, তাঁর প্রাণনাশের জন্য নির্বাচনী গণসংযোগের সময় গুলি করা হয়েছে।
বিকেল পৌনে ৫টার দিকে খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন থেকে বের হয়ে শাহজাহানপুর এলাকায় গণসংযোগ শুরু করেন। গতকাল সোমবার কারওয়ানবাজার এলাকায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি নিয়েই প্রচারে বের হন খালেদা জিয়া।