মুজিবনগরে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
মেহেরপুরের ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হোসেন (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন মোনাখালী গ্রামের আবদুল ওয়াদুদের ছোট ছেলে। তিনি মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ থেকে চলতি ডিগ্রি প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষায় (বিবিএস) অংশ নিয়েছিলেন। এ ছাড়া তিনি মেহেরপুর ডাক অফিসে চাকরি করতেন।
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে মোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুর রহমান জানান, নাজমুল হোসেন প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। প্রতিদিনের মতো আজও হেঁটে বাড়ি ফেরার পথে মোনাখালী ব্রিজের নিচে ভৈরব নদীতে গোসল করতে নামেন। নদীতে নামার কিছুক্ষণ পর তাঁকে আর দেখতে না পেয়ে স্থানীয় কয়েকজন নদীতে নামেন তাঁকে উদ্ধার করার জন্য। পরে তাঁর খোঁজ না পেয়ে মাছ ধরার জাল নদীতে ফেলে উদ্ধার করা হয়। পরে তাঁকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানায়, নিহত নাজমুল হোসেন সাঁতার জানতেন না। সাঁতার না জানার কারণে নদীর স্রোতে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।