শোলাকিয়ায় জঙ্গি হামলায় গাইবান্ধার আনোয়ার রিমান্ডে
পবিত্র ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় সংঘটিত জঙ্গি হামলার ঘটনায় গাইবান্ধার আনোয়ার হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুস সালাম খান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মুর্শেদ জামান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতের আদেশের পর আসামিকে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশের হেফাজতে নেওয়া হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া গ্রামের আনোয়ার হোসেন জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। শোলাকিয়ায় হামলার সময় নিহত জঙ্গি আবীর ও গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় জড়িত জঙ্গিরা গাইবান্ধায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ায় উভয় ঘটনার যোগসূত্রের সম্ভাবনার কথা জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুর্শেদ জামান।
ঈদের দিন সকাল ৯টায় শোলাকিয়া মাঠসংলগ্ন আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে একটি চেকপোস্টে সংশ্লিষ্ট জঙ্গিদের বোমা হামলায় দুজন পুলিশ নিহত, আট পুলিশসহ তিন পথচারী গুরুতর আহত। এ ঘটনায় আবীর নামে এক জঙ্গি ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়। সংঘর্ষ চলাকালে ঝনা রানী ভৌমিক নামে এক গৃহবধূ নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান।