পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকানোর নির্দেশ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাকগুলো যেন চাঁদাবাজির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মন্ত্রী জানান, ঢাকা শহরে কোরবানির পশুর হাট বসবে ২৩টি। এসব হাটের নিরাপত্তাও নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। হাটের কারণে যেন জানজট সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখা হবে।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মহাসড়কের বিভিন্ন স্থানে ১৫টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যাক সদস্য মোতায়েন থাকবেন বলেও সভা থেকে জানানো হয়।
ঈদের জামাতে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঈদগাহ, মানুষের যাতায়াতের পথ, শপিং মল এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।