আত্মসমর্পণ না করলে যা হওয়ার তাই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গিদের অনেকেই পুলিশের গুলিতে নিহত হয়েছে। এখনো যারা আত্মসমর্পণ করেনি, তাদের পরিণতিও ‘যা হওয়ার তাই হবে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে অলরেডি যে কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছিল। এরা নিখোঁজ, এরা কোথায় গেছে জানা যায়নি। এদের মধ্যে অনেকেই ফিরে এসেছে। অনেকেই পুলিশের গুলিতে মারা গেছে। কাজেই যারা ফিরে আসবে না, যারা জঙ্গিবাদ চালিয়ে যাওয়ার সংকল্প এখনো অটুট রেখেছে। এদের সংখ্যা আমার মনে হয় মাইক্রোস্কোপেও খুঁজে পাবেন না। দুই চারজন যারা অবশিষ্ট আছেন, তারা যদি আত্মসমর্পণ না করেন, তাহলে তাদের পরিণতি যা হওয়ার তাই হবে। এখানে আমাদের কিছু বলার নেই।’