চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্টেশন এলাকায় শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুটি পক্ষ রয়েছে। এর একটি চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থক। অন্যটি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থক। ওই দুটি পক্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের বিভিন্ন উপপক্ষ রয়েছে। এর মধ্যে দুটি হলো বাংলার মুখ ও সিক্সটি নাইন পক্ষ। দুটি পক্ষই ক্যাম্পাসে নাছির সমর্থক বলে পরিচিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. মামুন জানান, আজ দুপুরে বাংলার মুখের কর্মী রায়হান ও মহসিনের সঙ্গে সিক্সটি নাইনের সমর্থক আলমগীর টিপু ও আবু কায়সার রনির কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে রায়হান ও মহসিনকে একটি দোকানে নিয়ে কুপিয়ে জখম করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষ স্টেশন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ছয়জন আহত হন। ইসলামী ছাত্রশিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতেই আলমগীর-টিপুরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মামুন।
সংঘর্ষের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সিরাজ-উদ-দৌলা জানান, কথাকাটাকাটির জের ধরে স্টেশন এলাকায় ছাত্রলীগের একপক্ষের নেতাকর্মীরা আরেক পক্ষের নেতাকর্মীদের কুপিয়ে রক্তাক্ত করেছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।