অধিকার আদায়ের দাবিতে মুখর দিন
মহান মে দিবস উপলক্ষে সারা দেশের শ্রমজীবী মানুষ তাঁদের অধিকার আদায়ের দাবিতে ছিলেন মুখর। আজ শুক্রবার সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা আর আনন্দমুখর পরিবেশে সভা-শোভাযাত্রায় শ্রমিকরা তুলে ধরেন তাঁদের নির্যাতনের কথা, দাবি তোলেন ন্যায্য মজুরি আর শ্রমবৈষম্য হ্রাসের, শপথ নেন অধিকার আদায়ের দাবিতে ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার।
urgentPhoto
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার রাজপথে, কারখানায় নানা খাতের নারী-পুরুষ নির্বিশেষে শ্রমিকরা বাদ্য-বাজনাসহ শোভাযাত্রা বের করেন। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড-ফেস্টুন। এসব অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা। সরকারি এ ছুটির দিনে কোথাও কোথাও মালিক-শ্রমিক যৌথ উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।
এবারের মে দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘মালিক শ্রমিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’।আজ থেকে ১২৯ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাঁদের আত্মদানের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতাতেই সারা বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি জানিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
জাহিদুর রহমান, সাভার : দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে গার্মেন্টস শ্রমিকরা একটি শোভাযাত্রা বের করেন জাতীয় শ্রমিক লীগের ব্যানারে। শোভাযাত্রাটি সাভার বাজার বাসস্ট্যান্ড ঘুরে থানা বাসস্ট্যান্ডে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় এনামুর রহমান শ্রমিকদের উদ্দেশে বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রম আইন বিধিমালা প্রণয়নের কাজ চলছে।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : কুমিল্লার বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমজীবী মানুষ সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে জমায়েত হয়। সেখানে শোভাযাত্রার উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক এম মামুনুর রশিদ। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হলে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ কাইয়ুমের নেতৃত্বে আয়োজিত জাতীয় শ্রমিক লীগের শোভাযাত্রার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত।
মারুফ আহমেদ, সিলেট : নগরীতে লাল পতাকা নিয়ে শোভাযাত্রা বের করে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকাল সাড়ে ১০টায় নগরীর হুমায়ুন রশিদ চত্বর থেকে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ক্বিন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমায় গিয়ে শেষ হয়।
একই সময় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শোভাযাত্রা বের করে। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন, শ্রমিক লীগ, পরিবহন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। এ ছাড়া শ্রমিক ও রাবার শ্রমিক সংঘ, বাস-মিনিবাস, রিকশা-অটোরিকশা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন নগরীতে লাল পতাকা নিয়ে মিছিল বের করে।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমজীবী সংগঠনের শ্রমিক-কর্মচারীদের বিশাল শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : সকালে নারায়ণগঞ্জে পেশাজীবী ও শ্রমিকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণ থেকে নানা রঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে শত শত শ্রমিক উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রায় অংশ নেয়। এতে আরো অংশ নেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন ও শ্রমিক নেতা কাউসার আহাম্মদ পলাশ। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : সকাল ১০টায় টাউন ফুটবল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম আনজুমান আরা, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডলসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় মহান মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন সকালে শহরে শোভাযাত্রা বের করে। পরে ডিসি অফিস চত্বরের আলোচনা সভায় বক্তারা শ্রমিকের অধিকার বাস্তবায়নের দাবি করেন।
ভজন দাস, নেত্রকোনা : জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস। সকালে জেলা ভ্যান-রিকশা শ্রমিক লীগ, বিদ্যুৎ শ্রমিক লীগ, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মোক্তারপাড়া মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ : জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এ ছাড়া রিকশা শ্রমিক সংঘ, রিকশা শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠন, হোটেল শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন সংঘসহ বিভিন্ন সংগঠন শোভাযাত্রা ও সমাবেশ করেছে।
হাবিবুর রহমান খান, চাঁদপুর : বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে পৃথক পৃথক শোভাযাত্রা বের করে। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসব কর্মসূচিতে অংশ নেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু আলী সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ সাটু হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শহরে শোভাযাত্রা ও সাধারণ পাঠাগার চত্বরে আলোচনা সভা করে। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, সংগঠনের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুড়িগ্রামে মে দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রমিক ও কর্মচারী সংগঠন অংশ নেয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও গণসংগীত পরিবেশিত হয়। শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন জেলা প্রশাসক এ বি এম আজাদ, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধা আবদুল করিম মধু ও রোবেল আলম মণ্ডল প্রমুখ।
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর : সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
আবদুল আজিজ শিশির, শরীয়তপুর : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রলবোমা মেরে শ্রমিক হত্যার প্রতিবাদে নড়িয়া উপজেলা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে নড়িয়া উপজেলা শ্রমিক ইউনিয়ন। মানববন্ধনে শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন নড়িয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ হক, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুস সালাম মল্লিক, শ্রমিক নেতা জাফর শেখ প্রমুখ।