নিছক দুর্ঘটনা নয়, অবহেলাজনিত হত্যাকাণ্ড
গাজীপুরের টঙ্গীতে বয়লার বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ‘নিছক দুর্ঘটনা নয়’ বরং একে সরকার ও মালিকপক্ষের ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বামপন্থী এই পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যে কারখানায় বিস্ফোরণ ঘটেছে, সেই কারখানায় দীর্ঘদিন ধরে আইন মানা হয়নি। প্রাণহানির জন্য মূলত সরকার ও মালিকপক্ষের অবহেলাই দায়ী। এটা নিছক দুর্ঘটনা নয়, এটা সরকার ও মালিকপক্ষের অবহেলাজনিত হত্যাকাণ্ড।’
আজ শনিবার ভোর ৬টার দিকে গাজীপুরের টঙ্গীর রেলগেট এলাকায় ফয়েল তৈরির কারখানা ‘ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড’-এ বয়লার বিস্ফোরিত হয়ে এখন পর্যন্ত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। আগুনে ভবনটি ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানা ভবনের পাশের আরো দুটি ভবন।
এ ঘটনার পর এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে নেতারা বলেন, দুর্ঘটনাকবলিত কারখানায় এখনো অনেকে আটকা পড়ে আছে, অনেকের লাশ চাপা পড়ে আছে। উদ্ধারকাজ চলছে ধীরগতিতে। উদ্ধারকাজের গতি বাড়াতে হবে।
সিপিবি নেতারা এ হত্যাকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহতদের চিকিৎসা এবং আহত-নিহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানান।
দুর্ঘটনাস্থলে সিপিবি প্রতিনিধিদল
দুর্ঘটনার পরপরই সিপিবির একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল দুর্ঘটনাস্থলে যায়। তাঁরা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরো ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অ্যাডভোকেট মন্টু ঘোষ, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম।