বিদেশি দূতরা সরকারের সন্ত্রাস দমনের প্রশংসা করেছে
কয়েকটি সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী নিরাপত্তা ও সতর্কতামূলক পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ রোববার ঢাকায় এক কূটনৈতিক ব্রিফিংয়ের পর সাংবাদিকদের বলেন, বিদেশি দূতরা দেশব্যাপী নেওয়া নিরাপত্তা ও সতর্কতামূলক পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা সন্ত্রাস দমনে সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তাঁরা কূটনীতিক এবং কূটনৈতিক এলাকার বিদ্যমান নিরাপত্তা আরো জোরদারে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কেও তাঁদের মতামত জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী তাঁদের জানান, সরকার কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদারে পদক্ষেপ গ্রহণে করেছে।
বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্রসচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে বিভিন্ন দেশের ৬০ জন কূটনীতিক যোগ দেন।
পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের বলেছেন, নিরাপত্তাব্যবস্থা জোরদারের ফলে বিদেশি নাগরিকদের মধ্যে আস্থা ফিরে এসেছে। গত কয়েক সপ্তাহে উচ্চপর্যায়ের বিদেশিদের সফরে এ আস্থারই প্রতিফলন ঘটেছে।