টাম্পাকোর মালিকের বিরুদ্ধে এবার পুলিশের মামলা
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মকবুল হোসেনকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
টঙ্গী থানার উপপরিদর্শক অজয় চক্রবর্তী বাদী হয়ে গতকাল শনিবার রাতে টঙ্গী থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে ১১ সেপ্টেম্বর রাতে কারখানার কর্মী নিহত জুয়েলের বাবা আবদুল কাদের পাটোয়ারী বাদী হয়ে প্রতিষ্ঠানের মালিকসহ আটজনের নামে টঙ্গী থানায় অন্য একটি মামলা দায়ের করেন।
টঙ্গীতে বিসিক শিল্প এলাকায় বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েল কারখানায় ১০ সেপ্টেম্বর সকালে গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে প্রতিষ্ঠানটির চারটি ভবনের তিনটি ধসে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত ৩৫ ও নিখোঁজ ১১ জন।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নবম দিনের মতো আজ সকালে উদ্ধার অভিযান চালাচ্ছেন। জেলা প্রশাসনের তালিকাভুক্ত ১১ নিখোঁজ শ্রমিক ছাড়াও অজ্ঞাত কেউ থাকলেও তাঁদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের জঞ্জাল ট্রাকে করে অন্যত্র সরানো হচ্ছে।
ভবনের ভেতরে থাকা ইথাইলের ড্রামগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সতর্ক হয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে ধ্বংসস্তূপ থেকে এখনো কোনো মরদেহ উদ্ধার করা যায়নি। ধ্বংসস্তূপ এলাকায় জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।