চবি উপাচার্যের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ
মুক্তিযোদ্ধা না হয়েও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ সনদ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা গ্রহণ করছেন বলে অভিযোগ করেছে মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগও দাবি করেছে সংগঠনটি।
আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে আনোয়ারুল আজিম আরিফ উপাচার্য পদটি বাগিয়ে নেন। শুরু থেকেই মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদ করে আসছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকে নানা ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি ও জামায়াত-শিবিরের তোষণ করে আসছেন বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা।
উপাচার্যকে এক মাসের মধ্যে অপসারণসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিছ। এ সময় বেশ কয়েক জন মুক্তিযোদ্ধা ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন প্রমুখ।