এমপিপুত্র রনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল
রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সরকারদলীয় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করা হয়েছে। আগামী ১ নভেম্বর এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহারের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু আদালতে কোনো সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন দিন ধার্য করেন।
মামলাটিতে এখন পর্যন্ত মোট পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
সাক্ষ্য গ্রহণ উপলক্ষে মামলার আসামি রনিকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এর আগে চলতি বছরের ৬ মার্চ রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩ এপ্রিল মধ্যরাতে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে ওই স্থানে অবস্থানরত অটোরিকশার চালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে গত বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে আদালতে রনির বিরুদ্ধ দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রনি আদালতে একাধিকবার জামিন চাইলে তা নাকচ করেন বিচারক।