টাম্পাকো থেকে শ্রমিকের কঙ্কাল উদ্ধার
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানা থেকে আরো এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, ‘আজ দুপুর সোয়া ২টার দিকে টাম্পাকো কারখানার ছয়তলা ভবনের পূর্ব পাশের একটি মেশিনের নিচ থেকে মানবকঙ্কালটি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে।’
এদিকে আজও সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন।
গত ১০ সেপ্টেম্বর সকালে বিসিক শিল্প এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ভবনের মধ্যে তিনটি ধসে পড়ে। এতে এ পর্যন্ত ৩৬ জন মারা গেছেন, আহত হয়েছেন ৩৪ জন এবং নিখোঁজ রয়েছেন ১০ জন।
টাম্পাকো দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে থাকা ছয় লাশ ও নিখোঁজদের শনাক্ত করতে রাজধানীর মালিবাগে সিঅইডি ফরেনসিক ডিএনএ ল্যাবে তাঁদের স্বজনরা লালা ও রক্ত দিয়েছেন।
এ ডিএনএ টেস্ট করতে অন্তত তিন মাস সময় লাগবে বলে জানা গেছে।