টাম্পাকো কারখানায় আরো তিনটি কঙ্কাল
গাজীপুরের টঙ্গীতে বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানার ধ্বংসস্তূপ থেকে আরো তিনজনের কঙ্কাল উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এই নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ জন।
আজ সোমবার বেলা ১১টার পর টাম্পাকো কারখানার উত্তর পাশের একটি ভবনের নিচতলা থেকে কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, উদ্ধারকাজ অব্যাহত থাকবে।
১০ সেপ্টেম্বর সকালে বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানটির চারটি ভবনের তিনটি ধসে পড়ে। এ ঘটনায় ৩৯ জন নিহত, ৩৪ জন আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১০ জন। উদ্ধার হওয়া কঙ্কালগুলোর পরিচয় এখনো জানা যায়নি।