তাহমিদের জড়িত থাকার প্রমাণ মেলেনি : ডিএমপি
ঢাকার গুলশানে হলি আর্টিজান রেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় তাহমিদ হাসিব খানের জড়িত থাকার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল বলেন, গুলশানের জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাহমিদকে পুলিশের কাছে তথ্য গোপন করা ও অসহযোগিতার কারণে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। আদালত তাঁকে জামিন দিয়েছেন। তবে যেহেতু গুলশানের হামলার তদন্ত এখনো শেষ হয়নি। এই তদন্তে যদি পরে আবার তাঁর কোনো সংশ্লিষ্টতা মেলে, তাহলে তাঁকে আবার গ্রেপ্তার করা হবে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘কল্যাণপুর ও গুলশানের ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে, তা নিয়ে আমাদের তদন্ত চলছে। আর গুলশান হামলার কয়েকজন মাস্টারমাইন্ড এরই মধ্যে বিভিন্ন অভিযানে মারা গেছে। আর অন্য যাদের নাম তদন্ত করতে গিয়ে পাওয়া গেছে, তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
গত ১ জুলাই গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক ২৮ জন নিহত হন। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল রোববার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান। তিনি কানাডার টরন্টো ইউনিভার্সিটির শিক্ষার্থী।