অপরাধী ছাত্রলীগের হলেও প্রধানমন্ত্রী ছাড় দেন না : স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধী ছাত্রলীগ-যুবলীগের কেউ হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে পাবনার বেড়ায় নবনির্মিত ‘বেড়া মডেল থানা’ ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে এখনো জঙ্গি আছে। তবে তা খুবই সীমিত আকারে। জঙ্গিরা এখন আতঙ্কিত। তারা এখন আত্মসর্মপণ করছে।
মন্ত্রী বলেন, ‘বুধবার বগুড়ায় দুই জঙ্গি আত্মসমর্পণ করেছে। পলাতক জঙ্গিসহ সব কিছুই এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এবং নজরদারিতে রয়েছে। জঙ্গিরা এখন আর হঠাৎ করেই কোনো ধরনের নাশকতা, হত্যাকাণ্ড, হামলা বা অপরাধ সংঘটিত করতে পারবে না বা এমন শক্তি বা ক্ষমতা তাদের আর নেই। দেশের মানুষ শান্তিপ্রিয়, তারা সন্ত্রাসীদের পছন্দ করে না। জঙ্গিবাদ প্রতিরোধে মানুষ যেভাবে এগিয়ে এসেছে তা স্বাধীনতাকালীন সময়ের মতো।’
সিলেটের খাদিজার ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা অপরাধ করে তারা সবাই অপরাধী। তাই অপরাধী সে ছাত্রলীগ হোক, যুবলীগ হোক বা যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না। খাদিজার ওপর হামলায় দেশবাসী বিস্মিত হয়েছে। যে অপরাধী সে অপরাধ স্বীকার করেছে। তার বিচার যাতে দ্রুত হয় সে ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে তিনি বেড়া মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন, থানা চত্বরে বৃক্ষরোপণ করেন।
পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য শামসুল হক টুকু, পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশিদ হোসেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১২-এর কমান্ডার মো. শাহাবুদ্দিন, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বক্তব্য দেন।
পরে মন্ত্রী বেড়া পৌরসভার হল রুমে নাগরিক সমাজ আয়োজিত ‘জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বেড়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল আসোসিয়েশান অব বাংলাদেশ (ম্যাব) সভাপতি আলহাজ আব্দুল বাতেন।
সমাবেশে আরো বক্তব্য দেন শামসুল হক টুকু, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, এম খুরশিদ হোসেন, মো. শাহাবুদ্দিন, নাগরিক ফাউন্ডেশন বেড়ার সভাপতি আল মাহমুদ সরকার, পাবনা জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বেড়া পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মানু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অনিল কুমার সাহা, হাটুরিয়া নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক, শামসুন্নাহার।
গত সোমবার সিলেটের এমসি কলেজে খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজা এখন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, খাদিজাকে হত্যাচেষ্টার কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সহসম্পাদক বদরুল।