খাদিজার ওপর হামলাকারীর দ্রুতই বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী পার পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘যথাসম্ভব তাড়াতাড়ি এর বিচার করার ব্যবস্থা আমরা করছি।’
আজ বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা প্রথমত চাই মেয়েটা সুচিকিৎসা পাক এবং ফিরে আসুক। অপরাধী নিজেই স্বীকার করেছে কীভাবে কুপিয়েছে।’
গত সোমবার ডিগ্রি (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ক্যাম্পাসের পুকুরের পাশে চাপাতি দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১ নম্বর সহসম্পাদক মো. বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এরই মধ্যে গতকাল বুধবার সিলেটের আদালতে খাদিজার ওপর হামলার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন বদরুল। জবানবন্দিতে তিনি বলেন, আট বছর ধরে খাদিজাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে শেষ পর্যন্ত তাঁর ওপর হামলা চালান বদরুল।
ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত মঙ্গলবার তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।