পূজায় সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ঢাকা শহর আমরা নিরাপত্তার চাদরে আবৃত করেছি; যাতে করে এই সন্ত্রাসীরা, এই জঙ্গিরা কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নির্মল আনন্দের আমরা সবাই ভাগিদার। আমরা সবাই ভাগ করে নেব। এটাই হোক আজকের আমাদের প্রার্থনা। আমরা মনে করি, আমরা সমস্ত বাঙালির বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শেষ হবে সুন্দরভাবে। শুরুও হয়েছে সুন্দরভাবে, শেষও হবে সুন্দরভাবে- সেটাই আমাদের চাওয়া-পাওয়া।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এবার শান্তিপূর্ণ পরিবেশে দেশের সবকটি মন্দিরে পূজা অনুষ্ঠানের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য বছরগুলোতে পূজা উদযাপন করতে বাংলাদেশ থেকে ভারত যান সাধারণ মানুষ। কিন্তু এ বছর ভারত থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী বাংলাদেশে পূজা দেখতে এসেছেন।’
অনুষ্ঠানে মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিজি বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।