মেজর জিয়া যে কোনো সময় ধরা পড়বে : স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁর ‘মাস্টারমাইন্ড’ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার সকালে রাজধানীর স্বামীবাগে শ্রী লোকনাথ আশ্রমে শারদীয় দুর্গাপূজা উৎসব পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে। তাকেও আমরা যে কোনো সময় ধরে ফেলব।’
এ সময় মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মাটিতে কখনো জঙ্গি আস্তানা হবে না। সম্প্রতি যেসব জঙ্গি ধরা পড়ছে, তাদের প্রায় সবাই গুলশান হামলার সঙ্গে জড়িত।
স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিদের ভুল থেকে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, এখনো সময় আছে ফিরে আসার। যারা ফিরে আসবে, তাদের পুনর্বাসনসহ অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।
এ সময় আসাদুজ্জামান খাঁন কামাল আজ টাঙ্গাইল ও গাজীপুরের দুটি স্থানে র্যাব ও পুলিশের নেতৃত্বে জঙ্গিবিরোধী অভিযানের কথাও উল্লেখ করেন।