খাদিজার ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীর শাস্তির দাবিতে গতকাল রোববার পাবনার সুজানগরে মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ উপলক্ষে রোববার ঢাকা-পাবনা মহাসড়কের দুলাইতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নারীনেত্রী সুরাইয়া ইফ্ফাত ইমুর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে খাদিজার ওপর বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেন দুলাই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।