খাদিজার ওপর হামলাকারীর বিচার দাবিতে ভোলায় মানববন্ধন
সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ভোলা জেলা জজ আদালতের সামনের রাস্তায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম এবং বাংলাদেশ মহিলা পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, নারী নেত্রীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, মহিলা পরিষদের জেলা শাখার সভানেত্রী হোসনে আরা চিনু, অ্যাডভোকেট মো. শাজাহান প্রমুখ।
বক্তারা বলেন, খাজিদাকে যেভাবে ছাত্রলীগ নেতা চাপাতি দিয়ে প্রকাশ্যে কুপিয়েছে তাতে মনে হচ্ছে, দেশে আইনের শাসন নেই। এভাবে একটি দেশ চলতে পারে না।
এ সময় বক্তারা দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।