ছিটমহলগুলোতে জমি দখল শুরু!
ভারতের রাজ্য ও লোকসভায় স্থলসীমান্ত বিল পাস হওয়ার পরের দিন থেকেই ছিটমহলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার খবর পাওয়া গেছে। ভারতে থাকা বাংলাদেশের ছিটমহলগুলোতে জমি দখলের অভিযোগ আসতে শুরু করেছে। এমনকি বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহলেও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ রোববার ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। ছিটমহলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।
এদিকে দুই দেশেরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, স্থলসীমান্ত চুক্তিবিরোধী চোরাকারবারির দল ও ভূমি মাফিয়ারা দখলের ঘটনা ঘটাচ্ছে।
বাংলাদেশের কুড়িগ্রামের ইন্দো-বাংলা ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির (বাংলাদেশ চ্যাপ্টারের) সম্পাদক গোলাম মোস্তফা জানান, শুক্রবার বিকেলে কুড়িগ্রামের ভেতরে অবস্থিত ভারতের ছিটমহলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। এ খবর প্রায় সাথে সাথেই কুড়িগ্রাম ও লালমনিরহাটের অন্যান্য ছিটমহলে ছড়িয়ে পড়ে। এমনভাবে গুজব ছড়িয়ে পড়ে যাতে মানুষ মনে করতে শুরু করে যে সেখানে শিগগিরই কোনো দাঙ্গা শুরু হবে। তবে বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানান তিনি।