খাদিজার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলায় আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আগামীকাল সোমবার তাঁর ডান হাতে অস্ত্রোপচার হতে পারে।
চিকিৎসকদের বরাত দিয়ে খাদিজার স্বজনরা এমন তথ্য জানিয়েছেন।
স্কয়ার হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক খাদিজার আত্মীয়দের জানিয়েছেন, খাদিজার হাতের একাধিক স্থানে ক্ষতচিহ্ন আছে। কাল হাসপাতালের অর্থোপেডিক সার্জনরা তাঁর ডান হাতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন।
চিকিৎসকরা জানান, খাদিজাকে ডাকলে কিঞ্চিৎ সাড়া পাওয়া যাচ্ছে। এ কারণে গতকাল শনিবার স্কয়ারের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে থাকা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।
আগামী দুই-তিন দিনের মধ্যে খাদিজার অবস্থার আরো উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা। তবে তাঁর অবশ বাঁ-হাত ও পা ঠিক হওয়ার সম্ভাবনা কম বলে জানান তাঁরা।
গত ৩ অক্টোবর সোমবার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
পরে খাদিজাকে হত্যাচেষ্টার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন বদরুল। শিগগিরই তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।