রামেক মর্গ থেকে ১৫ কঙ্কাল উদ্ধার
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গ থেকে ১৫টি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মর্গের দোতলার একটি কক্ষ থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কঙ্কালগুলো উদ্ধার করে। এ সময় কঙ্কাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মর্গের দুই ডোমকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নগরীর বাকীর মোড় লক্ষ্মীপুর এলাকার রিপন কুমার (৫৫) ও নীরেন রবিদাস (৪২)। আজ বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, রামেক মর্গে কঙ্কাল সংরক্ষণ করে কেনাবেচা করার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মর্গের দোতলার একটি কক্ষ থেকে খণ্ড খণ্ড অবস্থায় ১৫টি কঙ্কাল ও মাথার খুলি উদ্ধার করা হয়। এ সময় কঙ্কাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই ডোমকে আটক করা হয়। পরে রাতেই তাদের নামে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন ও নীরেন দাবি করেছেন, তাঁরা ভারত থেকে খণ্ড খণ্ড অবস্থায় কঙ্কাল এনে জোড়া দিয়ে বিক্রি করেন। এ চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।