সাইবার অপরাধ দমনে সক্ষমতা বাড়াতে হবে
জঙ্গিদের সাইবার অপতৎপরতার বিরুদ্ধে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শুক্রবার রাজধানীতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ মেলায় এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
সাইবার নিরাপত্তাবিষয়ক এই সেমিনারে দেশে ডিজিটালাইজেশনের কারণে নিরাপত্তাজনিত যে সমস্যা তৈরি হচ্ছে, সে বিষয়ে সব পক্ষের সতর্ক থাকার তাগিদ আসে। বিশেষ করে সাইবার অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন বক্তারা।
এ সময় সাইবার অপরাধীদের কর্মকাণ্ডে কড়া নজরদারি চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টারনেটভিত্তিক জঙ্গিবাদসহ সাইবার অপরাধ দমনে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রয়েছে। এ ছাড়া মোবাইল অ্যাপসের মাধ্যমে জঙ্গিবাদ, সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধের তথ্য আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সংগ্রহ করে যাচ্ছে।’
মন্ত্রী আরো বলেন, এ ব্যাপারে স্টেকহোল্ডারদের সচেতন হওয়ার যেমন দরকার আছে, তেমনি দরকার আছে সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরো বৃদ্ধি করার।