নারায়ণগঞ্জে সাত খুন মামলা : পরবর্তী কার্যক্রম ২৭ নভেম্বর
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার দুই আসামি র্যাব ১১-এর সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেন ও ল্যান্স নায়েক রুহুল আমীনের পক্ষে আলাদা দুই আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী আবদুর রহিম ও শামসুল হক। মামলার পরবর্তী তারিখ ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।
এর আগে মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন, র্যাব ১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার ৩৫ আসামির মধ্যে ১২ আসামি এখনো পলাতক রয়েছেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল আদালত থেকে ফেরার পথে সিটি করপোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা হয়।