কারাগারে মেয়র মান্নান অসুস্থ, বারডেমে ভর্তি
কাশিমপুর কারাগারে আটক গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে কাশিমপুর কারাগারের পার্ট-১ থেকে প্রথমে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এরপর বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়।
কাশিমপুর কারাগারের পার্ট ১-এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, দুপুরের দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এম এ মান্নান। এরপর দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে তাঁকে চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানো, ভাঙচুর ও নাশকতার তিনটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন মেয়র মান্নান।
এর মধ্যে গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
তাঁর অনুপস্থিতিতে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।