সাভারের সিআরপিতে খাদিজা
সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসকে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্রে (সিআরপি) নেওয়া হয়েছে।
আজ সোমবার সকাল ১১টা ২০ মিনিটে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে খাদিজাকে সিআরপিতে নেওয়া হয়। খাদিজার সঙ্গে তাঁর বাবা মাসুক মিয়াসহ পরিবারের সদস্যরা রয়েছেন।
মাসুক মিয়া জানিয়েছেন, খাদিজার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি সবার কাছে মেয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সিআরপিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। এই ঘটনা প্রকাশের পর ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে বহিষ্কার করে। এ মুহূর্তে বদরুল কারাগারে রয়েছে।