মুক্তিযোদ্ধাদের হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত
চট্টগ্রামে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা পিটুনির শিকার হয়েছেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। সাতকানিয়া মুক্তিযোদ্ধা সংসদের নেতা-কর্মীরা তাঁদের পিটুনি দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য আনোয়ারুল আজিম আরিফকে ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে তাঁকে অপসারণের দাবিতে আজ সকালে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ নামে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রিসও এতে অংশ নেন।
এ সময় সাতকানিয়া মুক্তিযোদ্ধা সংসদের নেতা-কর্মীরা মো. ইদ্রিসসহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে পিটুনি দেন। জেলা কমান্ডার মো. ইদ্রিসকে মারধরের পর তাঁর জামা খুলে নেওয়া হয়। পরে তিনি দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন।
দুর্বৃত্তরা দোকান থেকে তুলে এনে তাঁকে আবার মারধর করেন। পরে কোতোয়ালি থানা পুলিশ মুক্তিযোদ্ধা ইদ্রিসকে উদ্ধার করে। পরে সাতকানিয়া মুক্তিযোদ্ধা সংসদের নেতা-কর্মীরা মানববন্ধন করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা সংসদের দুটি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।