রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
রাজশাহী বিভাগে আগামী সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে রাজশাহী বিভাগীয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শাহ ফতে আলী পরিবহনে ছাত্রলীগকর্মীদের হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারপিট এবং বাসচালক ও তাঁর সহকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে ওই ধর্মঘট ডাকা হয়েছে।
আজ শনিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় সভাপতি আবদুল লতিফ মণ্ডল এই ধর্মঘটের ডাক দেন। এ সময় তিনি বলেন, ‘শাহ ফতে আলী পরিবহনে হামলাকারীদের আটক এবং মিথ্যা মামলায় আটক চালক ও হেলপারদের মুক্তি দিতে হবে। অবিলম্বে পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতনে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।’
আবদুল লতিফ মণ্ডল জানান, গত ১৩ মে শাহ ফতে আলী পরিবহনের একটি বাস ঢাকায় যাওয়ার পথে ছাত্রলীগকর্মীরা মহাখালী এলাকায় সুপারভাইজারকে মারধর করে বাস ভাঙচুর করে। ১৪ মে সিরাজগঞ্জ মোড়ে একটি পণ্যবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনায় পুলিশ চালক ও হেলপারকে গ্রেপ্তার করে। এ ছাড়া গত ১৮ মে ফরিদপুর একটি বাসে ডাকাতির ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করে নির্যাতন করে পুলিশ।