খাদিজাকে ৮ জানুয়ারি সাক্ষ্য দিতে বললেন আদালত
সিলেটে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরোসার্জন ডা. রেজাউস সাত্তার। এ ছাড়া আগামী ৮ জানুয়ারি খাদিজাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো সাক্ষ্য গ্রহণ শেষে এ আদেশ দেন।
গত ৫ ও ১১ ডিসেম্বর বদরুলের বিরুদ্ধে আদালতে ৩২ জন সাক্ষ্য দেন। আজ আরো একজন মিলিয়ে এ নিয়ে এ মামলায় ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। মামলায় মোট ৩৬ জন সাক্ষী রয়েছেন।
এদিকে, আজ আদালতে খাদিজার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তাঁর শারীরিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসকরা ছাড়পত্র দেননি। ফলে তাঁকে সিলেটে আনা হয়নি। এজন্য আগামী ৮ জানুয়ারি খাদিজাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন বিচারক।
গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা (বর্তমানে বহিষ্কৃত) বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পর উপস্থিত লোকজন বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বদরুলের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টা মামলা করেন খাদিজার চাচা। খাদিজাকে সিলেটে চিকিৎসা শেষে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে খাদিজা বর্তমানে ঢাকার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র—সিআরপিতে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে গত ৮ নভেম্বর খাদিজা হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৫ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ করেন। গত ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।