ঝিনাইদহে ইজিবাইকচালক হত্যার পরিকল্পনাকারী গ্রেপ্তার
ঝিনাইদহ সদরে ইজিবাইকচালক হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩১ মে) দিনগত রাতে ঢাকার সাভার এলাকা থেকে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাঁকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ১৫ মে রাতে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের মাঠে ইজিবাইক ছিনতাইকারীরা শাখাওয়াত হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। পরের দিন নিহত শাখাওয়াত হোসেনের বাবা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যার মূল পরিকল্পনাকারী জসিমকে গ্রেপ্তার করে। ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় ছুরিকাঘাতে শাখাওয়াতকে হত্যা করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এ হত্যার সঙ্গে আরও তিন থেকে পাঁচ জন জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।