দেশে ঘোর দুর্দিন নেমে এসেছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কর্তৃত্ববাদী শাসনে দেশে ঘোর দুর্দিন নেমে এসেছে। দুঃশাসনের অরাজকতায় দেশকে ঠেলে দেওয়া হয়েছে খাদের কিনারে। চরম মুদ্রাস্ফীতিসহ ভয়ঙ্কর অর্থ সংকটে মানুষের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। অপরদিকে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। এদিকে প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা দেশ।
আজ শনিবার (৩ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, লোডশেডিংয়ে বিপর্যস্ত প্রাত্যহিক স্বাভাবিক জীবনযাত্রা। নিদেন পক্ষে বৈদ্যুতিক পাখা চালানোর জন্যও বিদ্যুৎ মিলছে না। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। হিটস্ট্রোকে মারা যাচ্ছে মানুষ। বিদ্যুতের পাশাপাশি চলছে তীব্র গ্যাস সংকট। মিল-কল কারখানার উৎপাদন সব বন্ধ হয়ে যাচ্ছে। অথচ বিদ্যুৎ উৎপাদনের নামে তথাকথিত কুইক রেন্টালের মালিকানা দলীয় লোকদেরকে দিয়ে অবৈধ সরকার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করার সুযোগ করে দিয়েছে।
রিজভী বলেন, জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ১৫২টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার বেশির ভাগই এখন অচল হয়ে পড়ে আছে। বিদ্যুতের সীমাহীন ব্যর্থতার মূল কারণ-ক্ষমতাসীন গোষ্ঠীর আত্মীয়স্বজনের বেপরোয়া লুণ্ঠন।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের জনগণ শেখ হাসিনার ১৫ বছরের দুঃশাসন, নিষ্পেষণ, অবিচার-অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে অঙ্গীকারাবদ্ধ। মাদার অফ ডেমোক্র্যাসি বেগম খালেদা জিয়ার স্বৈরাচারবিরোধী আপসহীন আন্দোলনের চেতনায় দেশের জনগণ আজ তাদের লুণ্ঠিত ভোটের অধিকার ফিরে পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
সারা দেশের গ্রেপ্তার, হামলা ও মামলার তথ্য তুলে ধরে রিজভী জানান, গত ১৯ মে থেকে অদ্যাবধি পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশে মোট ১৫৭টি মামলা হয়েছে। গ্রেপ্তার ৭১০ জনের অধিক নেতাকর্মী, আসামি প্রায় ৫৭৫০ এর অধিক নেতাকর্মী। আহত হয়েছেন অসংখ্য নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবদুল কাদির ভূইয়া জুয়েল, আকরামুল হাসান মিন্টু প্রমুখ।