পরিবেশ রক্ষায় ব্যর্থ হলে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে : তথ্যমন্ত্রী
পরিবেশ রক্ষায় ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা ও প্রয়াস দরকার। পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ, বন সৃজন অন্য কারও জন্য নয়, নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যই করা প্রয়োজন। অন্যথায়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত আমাদের নিত্যসঙ্গী। জলবায়ু পরিবর্তনের সমস্ত বিরূপ প্রভাব আমাদের দেশে দৃশ্যমান। সেই প্রেক্ষাপটে দেশে পরিবেশ সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ পৃথিবীর সবচাইতে ঘনবসতিপূর্ণ, মাথাপিছু সর্বনিম্ন কৃষি জমি এবং আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম দেশ। এরপরেও ধান ও মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে আমরা তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম এবং খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। ছোট্ট একটি দেশে প্রধানমন্ত্রীর অনন্য ব্যবস্থাপনাতেই এটি সম্ভব হয়েছে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘পরিবেশের বিপর্যয় রোধে আমাদের সকলের কাজ করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত পরিবেশ সচেতন। আসুন সবাই মিলে দেশ গড়ি, পরিবেশ রক্ষা করি এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।’
পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমদ ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বক্তব্য রাখেন।