কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী : নানক
সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কওমি মাদ্রাসা অবহেলিত ছিল। নিন্দিতও ছিল। তাদেরকে সনদ দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৯ জুন) বরিশাল শহরের পোর্ট ও কেরামতিয়া জামে মসজিদে সিটি করপোরেশন এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন। এসময় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাদ) জন্য ভোট চাওয়া হয়।
নানক বলেন, ‘খোকন সেরিনিয়াবাদ অত্যন্ত ধর্মভীরু মানুষ। তাকে বরিশাল শহরে মেয়র প্রার্থী হিসেবে আমাদের নেত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন।’ তিনি বলেন, আপনারা কি কেউ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে খোকন সেরনিয়াবদকে চিনতেন? এই মানুষটি অত্যন্ত স্বাভাবিক জীবন যাপন করে। এই মানুষটিকে মনোনয়ন দিয়েছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। নিশ্চয়ই উনি ভেবেচিন্তেই মনোনয়ন দিয়েছেন। আর আমাদেরকে (বরিশালের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার চালানো কেন্দ্রীয় কয়েকজন নেতার নাম উল্লেখ করে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে, বরিশালের মানুষকে আমি আমার মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাদকে দিলাম, বরিশালের মানুষের কাছে আমার সালাম পৌঁছে দিয়ে তোমরা বলবা যে, আমি আমার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে দিলাম বরিশালের মানুষের জন্য। তিনি নির্বাচিত হলে বরিশালের মানুষের নানা ধরনের উন্নয়ন আমি করে দেব। বরিশালকে আমি নতুন করে গড়ে দেব।’
বাংলাদেশের সমাজ মসজিদ ভিত্তিক সমাজ উল্লেখ করে নানক বলেন, ‘এ বিষয়টি অস্বীকার করার কোনো উপায় নেই। সেই মসজিদ ভিত্তিক সমাজের নেতা হলেন আপনারা। ইমামরাই সমাজকে গড়বেন, হেদায়েত করবেন, ভালো শিখাবেন, সমাজের খারাপ গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন।’
বর্তমান সরকারের আলেম-ওলামা ও মাদ্রাসার উন্নয়নের করা বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাকি মসজিদ সব মন্দির হয়ে যায়। বাংলাদেশ ভারত হয়ে যায়। তা আপনারা বলেন, কোনো মসজিদ কি মন্দির হয়েছে? বরং, ৫৩৮টি মডেল মসজিদ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুধু তাই না আরবি বিশ্ববিদ্যালয় করেছেন প্রধানমন্ত্রী। কাওমি মাদ্রাসা সনদও কিন্তু দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
নানক আরও বলেন, ‘ইমাম সাহেবদের ভাতার ব্যবস্থা হয়েছে। ইমাম মৌলভিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কওমি মাদ্রাসা কত অবহেলিত ছিল। নিন্দিতও ছিল। তাদেরকে সনদ দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।