মিথ্যা মামলা ও জেলে দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না : মির্জা ফখরুল
মিথ্যা মামলা ও জেলে দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সংসদ বিলুপ্ত করে সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। বেগম খালেদা জিয়া, আমানউল্লাহ আমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সব নেতাকর্মীর সাজা বাতিল ও মামলা প্রত্যাহার করতে হবে। এবার রাজপথে ফয়সালা হবে। এই সরকারের অপকর্মের কারণে বিদেশীরা স্যাংশন দিচ্ছে। এই সরকার নিশিরাতের সরকার।’
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশে উন্নয়নের নামে বিদেশ থেকে টাকা এনে লুটপাট করছে সরকার। চুরির এই টাকা যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের পকেটে। ওদের কাজই হচ্ছে চুরি করা।’
ফখরুল বলেন, ‘সরকার তারেক রহমানকে ভয় পায়। সরকার দলীয় নেতাকর্মীদের গুম, খুন করে জোর করে ক্ষমতায় আছে। এই অত্যাচরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মিথ্যা মামলা ও জেলে দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।’
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, বিএনপির সহপ্রচার সম্পাদক আমীরুল ইসলাম আলীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ।