সংবাদিক নাদিম হত্যায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে নিয়ে র্যাবের সংবাদ সম্মেলন সন্ধ্যায়
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ঢাকায় আনা হয়েছে। আজ শনিবার (১৭ জুন) রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে তাকে ঘিরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংস্থাটি।
শনিবার (১৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
ইমরান খান বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাবের মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলন করে বাবুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
এর আগে আজ শনিবার ভোরে জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত থাকার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর ত্রিস্তাপারা গ্রামের মমতাজ ও মিস্টারের বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। সীমান্তবর্তী দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করা হয়।’