সাংবাদিক নাদিম হত্যা : ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের নামে মামলা
জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে প্রধান আসমি করে ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ শনিবার (১৭ জুন) দুপুরে নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলাটি করেন।
গত বুধবার রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় উপজেলার সাধারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মারা যান তিনি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ইউপি চেয়ারম্যান বাবু।
আরও পড়ুন : সাংবাদিক নাদিম হত্যার নির্দেশদাতা সেই চেয়ারম্যান আটক
আজ শনিবার (১৭ জুন) পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করে র্যাব। দুপুরে নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ থানায় বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে মামলায়।
আরও পড়ুন : সাংবাদিক নাদিম হত্যায় ইউপি চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার, আটক ১০
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী থানায় এসে মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’