রাজধানীতে জাল নোট তৈরির হোতাসহ আটক ৩
রাজধানীর উত্তরখান এলাকা থেকে জাল নোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা শাহজাদা আলম (৩৩) ও তার অন্যতম দুই সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার (১৯ জুন) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (২০ জুন) সকালে আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর উত্তরখান এলাকা থেকে জাল নোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা শাহজাদা আলমসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় জাল নোট তৈরির বিভিন্ন মেশিন ও জাল টাকা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানী টিকাটুলি র্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।