আগামী নির্বাচনে বিএনপিকে আসতে হবে : তথ্যমন্ত্রী
চলতি বছরের শেষের দিকে বা আগামীর বছরের শুরুতে দেশে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে বিএনপিকে আসতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বুধবার (২৮ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে উন্নয়ন সমন্বয় সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘যতো কথাই বলুক না কেন, আগামী নির্বাচনে বিএনপিকে আসতে হবে। ২০১৮ সালের নির্বাচনে জল ঘোলা করে খাওয়ার মতো করে বিএনপি নির্বাচনে এসেছিল। আশা করব, এবার আগে থেকে প্রস্তুতি নিয়েই নির্বাচনে আসবে তারা।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব ফখরুল সাহেবরা মাঝেমধ্যেই একদফার আন্দোলনের ঘোষণা দেন। উনারা ২০১৩ ও ২০১৮ সালেও একদফা আন্দোলন করেছিলেন। কিছুদিন আগেও বলেছিল, একদফা আন্দোলন। তাদের এক দফা আন্দোলন এখন দোতারার সুরের মতো শোনায়। আমাদেরকে ধাক্কা দিতে গেলে তারাই ধাক্কা খেয়ে পড়ে যাবে।’
অবৈধ আইপি টিভির প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের সম্প্রচার, অনলাইন গণমাধ্যম ও ক্যাবল নেটওয়ার্ক অপারেটিং নিয়ে নীতিমালা লঙ্ঘন করে তো কেউ কিছু করতে পারে না। যারা নীতিমালা লঙ্ঘন করছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সারাদেশেই এই অভিযান চলবে। ইউটিউব চ্যানেল অবশ্যই যে কেউ চালাতে পারে। কিন্তু, ইউটিউব চ্যানেলের নামে চাঁদাবাজি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’