ষড়যন্ত্র ছিন্ন করে দেশ এগিয়ে যাবে : তথ্যমন্ত্রী
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। সেসব ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায়, সেটিই আজকের প্রত্যাশা।’
আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘এই পবিত্র দিনে কামনা হচ্ছে দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায় এবং দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যার এবং মানুষের সহায়-সম্পত্তি ধ্বংসের রাজনীতি করে, তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়, পবিত্র ঈদের দিনে সেটিই কামনা করি।’
এদিন তথ্যমন্ত্রী নিজ নির্বাচনি এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দেন তথ্যমন্ত্রী।