চালকের চোখে মরিচগুঁড়া দিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নলবুনিয়া এলাকায় যাত্রী সেজে চালকের চোখে-মুখে মরিচের গুঁড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার আজিজনগর এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাথে ছিনতাইকৃত অটোরিকশা সিএনজিটিও উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের দায়মারখিল এলাকার সিএনজিচালক গুনু মিয়া (৪১) এর অটোরিকশাটি ৩০ জুন রাত আনুমানিক সাড়ে নয়টার সময় যাত্রীবেশে ভাড়া করে চুনতি ইউনিয়নের নলবুনিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে নেওয়ার একপর্যায়ে চালকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। এই ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
এদিকে বান্দরবান জেলার লামা থানা পুলিশ ফাইথং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবু ছালেক (২২), একই এলাকার মো. রিদুয়ানুল ইসলাম ইমন (২২), চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের রেথঘাটা এলাকার মো. আব্দুল করিম (২৫) ও চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মো. আব্দুল কাদেরকে (৪৩) গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তিতে লুণ্ঠিত সিএনজি উদ্ধার করা হয়।