শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না : রিজভী
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না’ এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘অবৈধভাবে সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। দেশের জনগণ ও বিশ্ববাসীর কাছে এটা স্বীকৃত যে সরকার গোটা দেশ অবৈধভাবে দখল করেছে। ঈদের আগে ও পরে আওয়ামী লীগ নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সশস্ত্র সহিংসতায় এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। তাদের উগ্রতা, নিমর্মতা ও হিংস্রতার এক পৈশাচিক প্রকাশের ফলশ্রুতিতে রক্তাক্ত হয়েছে এলাকার পর এলাকা। বিরোধী দলের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য মনে হয় তারা শপথ করে মাঠে নেমেছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘গণতন্ত্র ও মানবাধিকার এখন চরম দুর্দশাগ্রস্ত। যেহেতু তাদের আগ্রহ দুর্নীতি আর টাকা পাচার; সে কারণে লুটপাট ও বেপরোয়া দুর্বিনীত কর্মকাণ্ড অব্যাহত রাখতেই দেশের বিভিন্ন অঞ্চলে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের ওপর আক্রমণ চালাচ্ছে। মানুষের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা সম্পূর্ণরূপে আওয়ামী ক্যাডারদের ইচ্ছার ওপর নির্ভর করছে। কায়েমি স্বার্থে আঘাত লেগেছে বলেই গত পরশু থেকে গতকাল পর্যন্ত কুষ্টিয়া, নড়াইল ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশন্ত্র আক্রমণ চালিয়ে রক্ত ঝরিয়েছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উদ্দেশে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব যাই বলুন না কেন, শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না। অবৈধভাবে সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। গত চৌদ্দ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতের মৃত্যুর ঘটনা ছিল হাড়-হিম করা আতঙ্কের শিহরণ, জোরপূর্বক গুম, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি, সাংবাদিক হত্যা, বেআইনি আটকের ও রহস্যজনক নিখোঁজের হিড়িকের মধ্য দিয়ে যেখাবে ওবায়দুল কাদের সাহেবরা দেশ চালিয়েছেন; সেই প্রেসক্রিপশন অনুযায়ী দেশ শাসনের অবসান ঘটাতে এবার জনগণ সর্বাত্মক প্রস্তুত আছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বিএনপিনেতা ফজলুর রহমান, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, অধ্যক্ষ সেলিম ভূইয়া, মীর সরফত আলী সপু, আবদুল কাদির ভূইয়া জুয়েল, আমিনুল ইসলাম, আবদুস সাত্তার পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।