সাংবাদিক নাদিম হত্যা : ছাত্রলীগনেতা শামীমকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার গাজী শামীমকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমাবার (১০ জুলাই) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত গাজী শামীমকে আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ। পরে ডিবি পুলিশ তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে জেল গেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠান। গতকাল রোববার রাতে তাঁকে বকশীগঞ্জের পুরাতন গরুহাটা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বড় ভাই গাজী ওমর আলী এই মামলার অন্যতম আসামি। আলোচিত এই মামলায় এ পর্যন্ত ১৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সংবাদ প্রকাশের জেরে গত ১৪ জুন রাতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তাঁর সহযোগীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরের দিন ১৫ জুন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাবু চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম। এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাবু চেয়ারম্যান ও তার দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।